Construction work of Masjid Ba’alwie (Bangladesh) recently started at Betchari of under Kawkhali Upazila of Rangamati Hill District of Bangladesh. Mr. Md Alam Khan, chairman of Needy Foundation was present in the ground breaking ceremony of the Masjid as chief guest. Mufti Abul Kalam Azad, MA Azam, HM Ishaq member and Mr. Shahed Khan were present in that inauguration program as special guest. Construction work of the Mosque started through Dua and Munajat lead by Mufti Abul Kalam Azam.
আলহামদুলিল্লাহ। পার্বত্য জেলা রাঙ্গামাটির কাউখালী সদরে নীডি ফাউন্ডেশনের অর্থায়নে আজ দোয়া ও মোনাজাতের মাধ্যমে নবম মসজিদ প্রকল্পের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীডি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ আলম খাঁন । উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুফতি আবুল কালাম আজাদ, মহাসচিব আজম কুতুবী, প্রকল্প পরিচালক এইচ এম ইসহাক মেম্বার ,মাখজুনুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, শিক্ষা পরিচালক মাওলানা আবদুল্লাহ আল মাসুদ, মোঃ মিয়া কোম্পানি, মাওলানা জহিরুল ইসলাম ও শাহেদ খান প্রমুখ। মসজিদের যাবতীয় কাজ যথাযথভাবে সম্পন্ন করতে মহান আল্লাহর দরবারে সাহায্য কামনা করছি ও সকলের কাছে দোয়ার আর্জি পেশ করছি।